রুপগঞ্জে গরু চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত

|

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের রুপগঞ্জে গরু চোর সন্দেহে গনপিটুনিতে একজন নিহত হয়েছে।

রোববার ভোর ৪ টায় উপজেলার গাজীপুর মদনপুর বাইপাস সড়কের রুপগঞ্জের কালনী লালমাটিয়া স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা গরু বোঝাই একটি কাভার্ড ভ্যানে আগুন ধরিয় দেয়।

নারায়ণগঞ্জ সার্কেলের পুলিশ সুপার মাহিন ফরাজী জানান, গাজিপুরের কালিয়াকৈরে তিনটি ট্রাকে গরু চুরি করে পালিয়ে আসার সময় স্থানীয় জনতা ধাওয়া দেয়। এ সময় কালিয়াকৈরর টহল পুলিশ ট্রাকের পিছু নিলে ট্রাকটি দ্রতি গতিতে চালিয়ে রুপগঞ্জ প্রবেশ করে।

এ সময় স্থানীয় লোকজন ট্রাক আটকে এক চোরকে ধরে গনপিটুনি দেয় এবং গরু বহনকারী ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলে এক চোর মারা যায়। এ সময় ট্রাক থেকে চুরি করা তিনটি গরু উদ্ধার করা হয়। তবে নিহত চোরের পরিচয় মেলেনি।

নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply