চট্টগ্রাম ব্যুরো
প্রাথমিকভাবে চট্টগ্রামে কেবল চারটি আইসিইউ নিয়ে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তত করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে। এর বাইরে চট্টগ্রাম রেলওয়ে বক্ষব্যাধী হাসপাতালকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে আইসোলেশনের জন্য ব্যবহার করা হবে। এর বাইরে চট্টগ্রাম রেঞ্জে উপজেলাগুলোতে সর্বমোট ১৩৫ টি বেড প্রস্তত রাখা হয়েছে করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য।
এছাড়াও করোনা আক্রান্তদের পরীক্ষা ও চিকিৎসা হবে চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল ইনফেকশাস ডিজিসেস (বিআইটিআইডি) তে। তবে এখন পর্যন্ত করোনা পরীক্ষার কিট চট্টগ্রামে আসেনি বলে জানিয়েছেন হাসপাতালটির এক কনসালট্যান্ট। কিট এলেই শুরু হবে পরীক্ষা। তখন ছয়টি হটলাইন নাম্বারও চালু করা হবে।
এ বিষয়ে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন শেখ ফজলে রাব্বী জানান, ‘নগরীতে তিনটি হাসপাতাল, ফৌজদারহাটের বিআইটিআইডি ও উপজেলা পর্যায়ে ১৩৫ বেড নিয়ে আমরা প্রস্ততি নিয়েছি। তবে আমরা বেসরকারি হাসপাতালগুলোর সাথে কথা বলছি যেন তারা জরুরি প্রয়োজনে অন্তত দুটি আইসিইউ করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য বরাদ্দ দেন।’
Leave a reply