চট্টগ্রামে বেসরকারি রয়েল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যুর ঘটনায় আইসিইউ ইউনিট সাময়িক বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই নারীকে সেবা প্রদানকারি চিকিৎসকও হোম কোয়ারান্টাইনে চলে গেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার সকালে বন্দরনগরীর জিইসি মোড়ে রয়েল হাসপাতালে ভর্তি হন ৩৬ বছরের এক নারী। রাত ৩টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর পরপরই সেবা দেওয়া চিকিৎসক কোয়ারেন্টাইনে চলে যান। আইসিইউ ইউনিটটি সাময়িক বন্ধ করে দেয়া হয়।
হাসপাতালের ব্যবস্থাপক নুরুল আমিন ওই রোগী নিউমোনিয়ায় আক্রান্ত বলে দাবি করে জানান, জীবাণুমুক্ত করার জন্য আইসিইউ’র কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়েছে। মঙ্গলবার থেকে আবার চালু করা হবে। ওই নারী করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষা ছাড়া বলা সম্ভব নয় বলে জানান এক চিকিৎসক। ওই নারীর সাথে হাসপাতালে যারা ছিলেন তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Leave a reply