করোনা সতর্কতার অংশ হিসেবে বুধবার থেকে দূরপাল্লার সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে খুলনা বাস মালিক সমিতি ও মটর শ্রমিক ইউনিয়ন। দুপুরে মালিক-শ্রমিক যৌথ বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বুধবার সকাল ৬ টা থেকে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। তবে, আন্ত:জেলা বাস চলাচল আপাতত স্বাভাবিক থাকবে। নেতারা জানান, যাত্রী ও পরিবহন শ্রমিকদের কথা চিন্ত করে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সবাইকে সতর্কভাবে চলাফেরার আহ্বান জানানো হয়।
Leave a reply