ফ্রান্সের ক্লাবগুলো দেউলিয়া হওয়ার পথে

|

করোনাভাইরাসের প্রভাব ক্রীড়াঙ্গনেও পড়েছে। স্থগিত হয়ে গেছে বিভিন্ন টুর্নামেন্ট ও বিভিন্ন ইভেন্টের খেলা।

ইউরো পিছিয়ে দেয়ার পর উয়েফার লক্ষ্য ছিল, জুন মাসের মধ্যে লিগ মৌসুম শেষ করা। কিন্তু করোনার প্রভাব না কমায় বাস্তবে সেটি আর সম্ভাব নয়।

১৫ জুনের আগে ফরাসি লিগ আবার মঠে গড়ানোর কোনো সুযোগই দেখছেন না ফ্রান্সের ক্লাব ইউনিয়নের সভাপতি বের্নার্দ কাইয়াতো। তবে লিগ মৌসুম শেষ করার চেয়েও তিনি বেশি উদ্বিগ্ন ফরাসি ক্লাবগুলোর ভবিষ্যৎ নিয়ে।

করোনাভাইরাসের কারণে ফ্রান্সের অর্ধেক ক্লাবই আগামী ছয় মাসের মধ্যে দেউলিয়া হয়ে যেতে পারে। এমনটি জানিয়ে কাইয়াত বলেন, যে কোনো মূল্যে লিগ শেষ করা প্রয়োজন। দরকার হলে জুলাই-আগস্ট পর্যন্ত খেলা চালাতে হবে। এই মুহূর্তে সব ক্লাব গড়ে প্রতি মাসে ২৫০ মিলিয়ন ইউরোর ক্ষতি গুনছে। সব ক্লাবকে নিয়েই আমি ভীষণ উদ্বিগ্ন।

তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সহায়তা ছাড়া আগামী ছয় মাসের মধ্যে ফ্রান্সের ৫০ ভাগ পেশাদার ক্লাব দেইলিয়া হয়ে যাবে। ঋণে ডুবতে শুরু করেছে তারা।

সূত্র: এএফপি


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply