রংপুর বিভাগে হোম কোয়ারেন্টাইনে ১ হাজার ৮২৫ জন

|

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশ ফেরত আরও ৩০৪ জন। এনিয়ে রংপুর বিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে থাকছেন ১ হাজার ৮২৫ জন। এরমধ্যে সব চেয়ে বেশি গেছেন পঞ্চগড় জেলায়।

রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও করোনা বিষয়ক ফোকাল পারসন জেড এম জানান, মঙ্গলবার সকাল ৬ টা পর্যন্ত এই বিভাগের ৮ জেলায় মোট ২ হাজার ১৮৪ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ৩৫৯ জনকে। এখন হোম কোয়ারেন্টাইন আছেন ১ হাজার ৮২৫ জন। যাদের মধ্যে গত ২৪ ঘণ্টা কোয়ারেন্টাইন এ গেছেন ৬২৭ জন।

তিনি আরও জানান, কোয়ারেন্টাইনদের মধ্যে রংপুরে ৩১৭, পঞ্চগড়ে ৬২৮, নীলফামারীতে ২২২, লালমনিরহাটে ১৪৬, কুড়িগ্রামে ২৫৮, ঠাকুরগাওয়ে ৩৯৮, দিনাজপুরে ২০৬ এবং গাইবান্ধায় ৩১৬ জন আছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply