গাইবান্ধা প্রতিনিধি :
করোনা সনাক্ত আমেরিকা প্রবাসী মা-ছেলের সংস্পর্শে গাইবান্ধার সাদুল্যাপুরে
হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারের সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা ও নমুনা সংগ্রহ করেছে আইইডিসিআর’র প্রতিনিধি দল।
মঙ্গলবার সকালে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) চার সদস্যর প্রতিনিধি দলটি সাদুল্যাপুর উপজেলার হবিল্লাপুর গ্রামে গিয়ে তাদের নমুনা সংগ্রহ করে।
জেলা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে প্রতিনিধি দলের সদস্যরা দুই প্রবাসীর সংস্পর্শে থাকা পরিবারটির সদস্যে ছাড়াও পাশপাশের আরও কয়েক পরিবারের লোকজনের রক্ত, কফসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছেন। প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছে পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে দুই প্রবাসীর সংস্পর্শে করোনা সংক্রমণের বিষয়টি।
এরআগে, সোমবার বিকেলে আইইডিসিআর’র চার সদস্যের প্রতিনিধি দলটি ঢাকা থেকে গাইবান্ধা পৌঁছান। পরে সন্ধ্যার দিকে শহর এলাকায় বাসা-বাড়ির কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের রক্ত, কফসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেন তারা।
এছাড়া সদর, সাদুল্যাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ও নমুনা সংগ্রহ করেছেন প্রতিনিধি দলটি।
Leave a reply