১ মার্চ ২০২০ হতে দেশে আগত পাসপোর্টে বর্ণিত ঠিকানা ব্যতীত অন্য ঠিকানায় অবস্থানকারী সকল প্রবাসী বাংলাদেশিকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ করা হচ্ছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আজ মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এরআগে সকালে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আজ (মঙ্গলবার) থেকে লোকাল-মেইল ট্রেন বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এছাড়া আজ বিকেল থেকে সব ধরনের যাত্রীবাহী নৌপরিবহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এছাড়া ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত গণ পরিবহণ বন্ধ থাকবে।
Leave a reply