যশোরে বিদেশ ফেরতদের বাড়িতে টাঙানো হচ্ছে লাল পতাকা

|

স্টাফ রিপোর্টার, যশোর:

করোনা সতর্কতায় যশোরের প্রতিটি ইউনিয়নে বিদেশ ফেরতদের বাড়িতে লাল পতাকা টাঙানো হয়েছে আজ মঙ্গলবারও। দ্বিতীয় দিনের মতো এ কার্যক্রম চলে। জেলা প্রশাসন জানিয়েছে, আট উপজেলার সাড়ে পাঁচ হাজার বাড়িতে এ পতাকা টাঙানো হচ্ছে।

গত ৯ থেকে ১৮ মার্চ পর্যন্ত যারা দেশের বাইরে থেকে এসেছেন তাদের বাড়িতে টাঙানো হচ্ছে এ পতাকা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে গিয়ে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সদস্যরা তত্ত্বাবধান করছেন পতাকা লাগানোর কাজ। তাদের সাথে রয়েছেন গ্রাম পুলিশ ও দফাদাররা।

ইউপি সদস্যরা জানান, গত শনিবার সদর উপজেলা নির্বাহী অফিসার পাসপোর্ট অফিসের তথ্য অনুযায়ী আমাদের কাছে একটা তালিকা দিয়েছেন। গত ১৫ থেকে ২০ দিন আগে যারা বিদেশ থেকে এসেছে তাদের তথ্য আছে। তথ্য অনুযায়ী আমরা লাল পতাকা দেয়া শুরু করেছি। তাদেরকে সতর্কতামূলক পরামর্শও দেয়া হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply