অবশেষে আট মাস গৃহবন্দী থাকার পর মুক্তি পেলেন কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ।
মুক্তির পর এক টুইটে তিনি বলেন, আজ একটি নতুন পৃথিবী দেখছি।
গত বছরের ৫ আগস্ট থেকে কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিল করার পরই ওমর আব্দুল্লাহ, মাহবুবা মুফতি ও ফারুক আব্দুল্লাহসহ কাশ্মিরের প্রায় শখানেক নেতাকে গৃহবন্দী করে ভারত সরকার।
২৩২ দিনের গৃহবন্দীত্ব শেষে আমি অবশেষে হারি নেওয়াজ ত্যাগ করতে যাচ্ছি। ৫ আগস্ট থেকে বন্দী হয়ে থাকার পর এটিকে একটি নতুন পৃথিবী মনে হচ্ছে।
মুক্তির পর প্রকাশ্যে আসার সময় ওমর আব্দুল্লাহর মুখ ভর্তি দাড়ি দেখা যায় যা তিনি প্রতিবাদ স্বরুপ রেখে দিয়েছিলেন।
এসময় তিনি মাহবুবা মুফতিসহ কাশ্মিরের অন্যান্য নেতাদেরও মুক্তি দেয়ার আহ্বান করেন।
Leave a reply