করোনা মোকাবেলায় দ্বিতীয় দফায় চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে চীন

|

করোনাভাইরাসের প্রকোপ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করতে দ্বিতীয় দফায় চিকিৎসা সরঞ্জাম পাঠাচ্ছে চীন। ২৬ মার্চ চীনের বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছাবে সরঞ্জামগুলো।আজ বিকেলে এক ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।

মন্ত্রী জানান, চীনের কুনমিং থেকে করোনাভাইরাস শনাক্তের ১০ হাজার কিট, স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তার জন্য ১০ হাজার পারসোনাল প্রটেক্টিভ ইনস্ট্রুমেন্ট (পিপিআই) এবং ১ হাজার বিশেষ থার্মোমিটার আসছে। এর আগে ১৭ই মার্চ একটি ফেসবুক বার্তায় মহামারি মোকাবিলায় ঢাকাস্থ চীন দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশকে সহায়তা করার কথা ঘোষণা করেছিল চীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply