বাস-পিকআপের সংঘর্ষে নিহত ২

|

রাজশাহীর গোদাগাড়ীতে বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষে নিহত হয়েছেন বাস ড্রাইভার মতিউর রহমান ও পিকআপ ড্রাইভার টুটুল । এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার ভোর ৬টার দিকে উপজেলার রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের লালাদিঘী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়,ভোরে রাজশাহী থেকে ছেড়ে একটি যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জের দিকে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ও বাসটি উল্টে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় দুইজন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply