করোনায় আরও ১ জনের মৃত্যু; নতুন করে কেউ শনাক্ত হয়নি

|

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়নি। তবে আজ সকালে একজন আক্রান্ত মারা গেছেন। এনিয়ে দেশে মোট করোনায় আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়। এছাড়া দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৯ জন।

আজ বুধবার দুপুরে এক অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

তিনি আরও জানান, যিনি মারা গেছেন তিনি বিদেশ ফেরত পরিবারের সদস্য। তার বয়স ৬৫। তিনি একজন পুরুষ।

এরআগে গতকাল দেশে করোনা আক্রান্ত আরও ১ জনের মৃত্যু হয়। তার বয়স ৭০-এর বেশি। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply