রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। জারি করা হয়েছে সুনামি সর্তকতা।
বুধবার সকাল ৮টা ৪৯ মিনিটে এ ভুমিকম্প অনুভুত হয়। তবে এখনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। আশঙ্কা করা হচ্ছে বহু ঘরবাড়ি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হবে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা- USGS’র তথ্য অনুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল জাপানিজ শহর সাপোরো’র ১৪শ’ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলে। যদিও জাপানের তরফ থেকে কোন সর্তকতা জারি করা হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভূমিকম্পের কারণে উপকূলীয় এলাকায় ৩ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। তবে সেটি ক্ষতিকারক নয় বলেও জানিয়েছেন তারা।
Leave a reply