ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাশিয়ার তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র। দেশটির অভ্যন্তরীণ ইস্যুতে মার্কিনীরা হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তোলে সংস্থাটির রুশ প্রতিনিধি।
ইরানের সরকারবিরোধী বিক্ষোভের জেরে শুক্রবার জাতিসংঘে বৈঠক ডাকে যুক্তরাষ্ট্র। বৈঠকে রুশ প্রতিনিধির পাশাপাশি ট্রাম্প প্রশাসনের তীব্র সমালোচনা করেন জাতিসংঘে ইরানের প্রতিনিধিও। তাদের দাবি, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার অন্যায় সুবিধা নিচ্ছে যুক্তরাষ্ট্র।
এদিকে বৈঠকেও রুহানি সরকার বিরোধীদের সাহসী হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি। অর্থনৈতিক ইস্যুকে কেন্দ্র করে সপ্তাহখানেক ধরে ব্যাপক বিক্ষোভ চলছিলো ইরানে, যদিও তা এখন অনেকটা স্থিমিত। সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ গেছে অন্তত ২২ জনের। দেশটির ওপর নতুন করে অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
Leave a reply