ভারতে চলমান লকডাউনে দরিদ্র জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক লাখ ৭০ হাজার কোটি রুপির প্রকল্প ঘোষণা করলো মোদি সরকার। করোনাভাইরাসের বিস্তার রোধে দেশজুড়ে ২৩ তারিখ থেকে শুরু হওয়া এ লকডাউন চলবে কমপক্ষে ৩১ মার্চ পর্যন্ত।
বৃহস্পতিবার দিল্লিতে, ‘প্রধানমন্ত্রীর গরীব কল্যাণ স্কিম’ নামের এ প্রকল্প ঘোষণা করেন ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
তিনি জানান, এর আওতায় আগামী তিন মাস প্রায় ৮০ কোটি দরিদ্রকে মাসে বিনামূল্যে সাত কেজি করে রেশন দেবে সরকার। পেনশনভুক্ত, নারী এবং প্রতিবন্ধীসহ আট শ্রেণির মানুষকে সরাসরি নগদ অর্থ দেয়া হবে। বাড়তি সুবিধা পাবেন কৃষকরাও। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য আরও ৫০ লাখ রুপির অতিরিক্ত মেডিকেল ইনস্যুরেন্সও দেবে সরকার।
সীতারমন জানান, দারিদ্রসীমার নিচে থাকা সাড়ে আট কোটি পরিবারকে রান্নার জন্য তিন মাস গ্যাস সিলিন্ডারও দেয়া হবে বিনামূল্যে।
ভারতে কোভিড নাইনটিনে এ পর্যন্ত সংক্রমিত হয়েছেন প্রায় ৭শ’ মানুষ। মারা গেছেন কমপক্ষে ১৩ জন।
Leave a reply