করোনাভাইরাসের প্রকোপে যুক্তরাষ্ট্রে বেড়েছে বেকারত্বের হার। গেল সপ্তাহে প্রায় ৩৩ লক্ষ লোক বেকার ভাতার জন্য আবেদন করেছে, যা ১৯৮২ সালের আগের রেকর্ডের প্রায় ৫ গুণ বেশি।
করোনার প্রভাবে অর্থনৈতিক মন্দার কারণে দেশটিতে রাজস্ব আদায়ের হারও কমেছে ব্যাপক হারে। ফলে অনেক কোম্পানিই তাদের কর্মী ছাটাইয়ে বাধ্য হচ্ছেন একপ্রকার।
দেশটির অর্থনীতিবিদরা বলছেন মে মাসের মধ্যে দেশের বেকারত্বের হার গিয়ে পৌছাতে পারে ১৩ শতাংশে। যা সর্বশেষ ২০০৯ সালে সর্বোচ্চ হার ১০%কে ছাড়িয়ে যাবে।
অক্সফোর্ড ইকোনমিক্সের অর্থনীতিবিদ ন্যান্সি ভ্যানডেন হিউটেন বলেন, ‘মাত্র দু’সপ্তাহ আগে যা অসম্ভব বলে মনে হয়েছিল তা এখন বাস্তবতা। মার্কিন অর্থনীতি বর্তমানে বেকারত্বের সর্বোচ্চ সীমার অভিজ্ঞতা অর্জন করবে।’
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে শ্রম বিভাগের প্রতিবেদনে দেখা যায়, গত সপ্তাহে ৩৩ লক্ষ লোক বেকারভাতার জন্য আবেদন করেছে। একইসাথে অনেক লোকই বেকার ভাতার জন্য আবেদন করতে সক্ষম হয়নি, কারণ ব্যবহারকারীদের চাপে রাষ্ট্রীয় ওয়েবসাইট ও ফোন সিস্টেমগুলি অনেক ধীরগতি সম্পন্ন হয়ে পড়েছিল।
Leave a reply