করোনাভাইরাসে চীন ও ইতালির পর মৃত্যুর লাইন লম্বা হচ্ছে স্পেনেও। দেশটিতে এ পর্যন্ত ৪ হাজার ১৪৫ জন মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত জন হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টার এ তথ্য নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত ২ পর্যন্ত ওই প্রতিষ্ঠানের দেয়া তথ্যানুযায়ী, এ পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যুবরণ করেছেন ২৩ হাজার ৫৬৮ জন। এর মধ্যে ইতালিতে ৮ হাজার ২১৫ জন, স্পেনে ৪ হাজার ১৪৫ জন, চীনে ৩ হাজার ১৬৯ জন, ইরানে ২ হাজার ২৩৪ ও ফ্রান্সে ১ হাজার ৬৯৬ জন করোনা সংক্রমণে মারা গিয়েছেন।
এছাড়া করোনাভাইরাসে ইতালিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজারেরও বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রে ৭৬ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্পেনে আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার, জার্মানির ৪৩ হাজার ও ইরানের ২৯ হাজার উল্লেখ করা হয় ওই পরিসংখ্যানে। ফ্রান্সে ২৫ হাজার, সুইজারল্যান্ডে ১১ হাজার মানুষ এ ভয়াবহ ভাইরাসের আক্রান্ত হয়েছেন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থল এখন ইউরোপ। বিশেষ করে বলা যায় ইতালি ও স্পেন।
এছাড়া বিশ্বব্যাপী ৫ লাখ ১০ হাজার ১০৮ জন আক্রান্ত হয়েছেন। সুস্থ হওয়ার সংখ্যায় সবার ওপরে রয়েছে চীন। বিশ্বজুড়ে এক লাখ ২০ হাজার ৯৮৩ জন সুস্থ হয়েছেন। এর মধ্যে চীনে সুস্থ হয়ে উঠেছেন ৬১ হাজারেরও বেশি মানুষ। ইরানে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪৫৭ জন। ইতালিতে ১০ হাজার ৩৬১ ও স্পেনে সাত হাজার ১৫ জন সুস্থ হয়ে উঠেছেন।
Leave a reply