লকডাউন অমান্য: ভারী ব্যাগ নিয়ে রাস্তায় হামাগুড়ি দেওয়ালো পুলিশ

|

ভারতে ২১ দিনের লকডাউন চলছে। আর এই আদেশ নাগরিকদের মানাতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। এসময় পুলিশ অমানবিক আচরণ করছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, একদল শ্রমিক বাড়ি ফিরছিলেন। সেইসময় রাস্তায় পুলিশ কর্মীরা তাঁদের আটকায়। কোনও কথা না শুনে তাঁদের অপমান করতে শুরু করে। এমনকী ভারী ব্যাগ নিয়ে রাস্তায় হামাগুড়ি দিতে বাধ্য করা হয়। এ ঘটনা ঘটে ভারতের উত্তর প্রদেশে। এ ঘটনায় অবশ্য পুলিশ ক্ষমা চায়।

বদায়ুনের পুলিশ প্রধান একে ত্রিপাঠী জানান, “যে পুলিশ কর্মীদের ভিডিওতে দেখা গিয়েছে তাঁরা একেবারেই নতুন। এক বছর হল চাকরি পেয়েছেন। সিনিয়র আধিকারিকরা অন্যত্র ছিলেন। যারা এই কাজ করেছেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আমি ওই পদক্ষেপের জন্য ক্ষমা চাইছি। যা হয়েছে তার জন্য আমি লজ্জিত।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply