রংপুর প্রতিনিধি:
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগের করোনা ইউনিটে ভর্তি হওয়া সৈয়দপুরের যুবকের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি বলে জানিয়েছে আইইডিসিআর।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগের ইনচার্জ হুমায়ুন কবির নোমান জানান, শুক্রবার সকালে আইইডিসিআর থেকে তার শরীরের লালা, কফ, রক্ত ও ঘামসহ অন্যান্য নমুনার পরীক্ষা নিরীক্ষার প্রতিবেদন পাঠানো হয়। তাতে তার শরীরে করোনার কোন নমুনা পাওয়া যায়নি। শনিবার তাঁকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।
এর আগে গত ২৪ মার্চ সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে নীলফামারীর সৈয়দপুর থেকে আক্রান্ত সন্দেহে ইমরান নামের ওই যুবককে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়েছিল। বুধবার তার শলীরের নমুনা নিয়ে ঢাকায় আইইডিসিআর এ পাঠানো হয়।
Leave a reply