করোনাভাইরাস মোকাবেলায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলো চীন ও যুক্তরাষ্ট্র। শুক্রবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে চীনা রাষ্ট্রপ্রধান শি জিনপিংয়ের হয় ফোনালাপ।
প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় বলেন, শি জিনপিং’এর সাথে করোনাভাইরাস ইস্যুতে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মহামারিটি মোকাবেলায় বেইজিংয়ের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে; যা কাজে লাগাতে চায় ওয়াশিংটন।
এদিকে, প্রেসিডেন্ট জিনপিং জানিয়েছেন- মহামারি মোকাবেলায় সহযোগিতাপূর্ণ অবস্থানই একমাত্র উপায়। এসময়, দু’দেশের সম্পর্কোন্নয়নে প্রেসিডেন্ট ট্রাম্পকে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। গেলো দু’বছর যাবৎ, পাল্টাপাল্টি শুল্কারোপ ইস্যুতে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে টানাপোড়েন।
Leave a reply