বিশ্বজুড়ে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় রেকর্ড ৩৩শ’ মানুষের মৃত্যু হয়েছে। শুধু ইতালিতেই এ সংখ্যা ৯১৯; স্পেনে ৭৭৩। প্রথম দেশ হিসেবে আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে।
শুক্রবার দেশটিতে নতুন করে আক্রান্ত হন ২০ হাজার মানুষ; মারা গেছেন আরও ৪শ’জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ১৬শ’।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এ ভাইরাসে মারা গেছেন ২৭ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্ত প্রায় ছয় লাখ। সর্বাধিক প্রাণহানি হয়েছে ইতালি-স্পেনে; মারা গেছেন ১৪ হাজারের বেশি মানুষ।
হাসপাতালে জায়গা সংকটে জরুরি মেডিকেল ক্যাম্প নির্মাণ করছে ইতালির সেনাবাহিনী। সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুর তালিকায় এরপরই রয়েছে ইরান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস।
এ অবস্থায় অর্থনৈতিক প্রণোদনা হিসেবে দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলারের তহবিল অনুমোদন করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Leave a reply