করোনা মোকাবেলায় ওয়াসার ২০টি গাড়ি রাজধানী ঢাকার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
আজ শনিবার সকালে করোনা প্রতিরোধে কারওয়ান বাজারে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, করোনা মেকাবোলায় ঢাকায় মোট ৫০টি হাত ধোয়ার ছোট স্টেশন ব্যবস্থা রাখা হয়েছে। তিনি জানান, সিটি করপোরেশনের গাড়ি কম থাকায় পরিচ্ছন্নতার কাজে ওয়াসা তাদের সহায়তা করেছে।
মন্ত্রী বলেন, পানি ও পয়ঃ সেবা সংশ্লিষ্ট যে কোন অভিযোগের জন্য ওয়াসার হটলাইন ১৬১৬২ চালু আছে। এসময় সকল জোন অফিসের অভিযোগ কেন্দ্রগুলো ২৪ ঘন্টা খোলা রাখা হয়েছে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী।
Leave a reply