গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের টঙ্গী ও শ্রীপুর মাওনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন কারখানায় কর্মরত শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করে। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে শ্রমিকরা রাস্তা অবরোধ করে আন্দোলন করে।
কর্মরত শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতার কোন ভালো ব্যবস্থা না থাকায় করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে কর্মরত শ্রমিকরা কাজে অনীহা প্রকাশ করে এবং কারখানা বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে।
পরবর্তীতে পুলিশ এসে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমঝোতা করে এবং কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে ৪এপ্রিল পর্যন্ত কারখানা ছুটি ঘোষণা করে।
Leave a reply