করোনাভাইরাসে পুরো দেশ কাঁপছে। দিনের পর দিন আক্রান্তের সঙ্গে মৃতের সংখ্যাও বেড়েই চলছে। তাই সংক্রমণ রুখতে অনেক দেশেই লকডাউনে রাখা হয়েছে।
এরমধ্যে ভারতের খালি রাস্তায় দুজন তরুণী সেলফি তোলায় মত্ত। এমন সময় গাড়িতে করে পুলিশ লাঠি নিয়ে তেড়ে এলেই তরুণীর একজন ক্ষমা চেতে থাকেন। আর বলেন, আমাদের বাড়ি এখানেই। এরমধ্যে পুলিশ এসে তাকে লাঠি দিয়ে মারতে থাকেন। এরপরেই তারা দুজন দৌড়ে সেখান থেকে চলে যান। তবে ভিডিওটা ভারতের কোন রাজ্যের তা জানা যায়নি।
Leave a reply