টানা শৈত্যপ্রবাহে আজও বিপর্যস্ত সারাদেশের জনজীবন। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রাজশাহীতে ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। কনকনে ঠাণ্ডার সাথে বইছে হিমেল হাওয়া। বেলা গড়ালেও কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ। মাঝেমধ্যে সুর্যের দেখা মিললেও কমছে না শীতের দাপট। এতে সবচেয়ে বিপাকে খেটে খাওয়া মানুষ। শীতবস্ত্রের অভাবে কষ্টে আছেন দুঃস্থরা। বেড়েছে ঠাণ্ডাজনিত রোগব্যাধি। প্রতিদিনই হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন অনেকে। এদের বেশিরভাগই শিশু আর বৃদ্ধ।
এদিকে রাজধানীতেও জেঁকে বসেছে তীব্র শীত। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন রাস্তায় বসবাস করা ছিন্নমূল মানুষ। মধ্যরাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে প্রচন্ড ঠান্ডায় চরম দুর্ভোগ পোহাচ্ছে দুঃস্থ মানুষ। নেই পর্যাপ্ত শীতবস্ত্র।
Leave a reply