বিস্ফোরক মজুদ করছিল বার্সেলোনা হামলাকারীরা

|

স্পেনে হামলা চালানো আঁততায়ীদের আস্তানা থেকে ১২০টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। দেশটির গোয়েন্দা বিভাগের দাবি, শক্তিশালী বিস্ফোরণের জন্য সেসব ব্যবহারের পরিকল্পনা ছিলো।

রোববার আলকানার শহরের একটি বাড়ি থেকে গ্যাস সিলিন্ডারগুলো জব্দ করা হয়। গত বুধবার ওই বাড়িতেই জোরালো বিস্ফোরণ ঘটে। তাতে প্রাণ হারায় একজন; আহত হন কমপক্ষে ১৬ জন।

পুলিশ বলছে, হামলাকারীদের মূল বিস্ফোরক মজুদ ধ্বংস হয়ে যাওয়ার কারণেই তারা বিকল্প হিসেবে গাড়ি দিয়ে হামলা চালায়।

গত সপ্তাহের এই গাড়ি হামলায় বার্সেলোনা ও ক্যামব্রিলসে প্রাণ হারান কমপক্ষে ১৪ জন; আরও ১৩০ জন আহত হন। গত ছয় মাস ধরে ১২ সদস্যের একটি স্লিপারসেল এই হামলার পরিকল্পনা করছিলো বলে জানিয়েছে গোয়েন্দারা।

এদিকে নিহতদের আত্মার শান্তি কামনায় স্পেনের বিভিন্ন গির্জায় রোববার প্রার্থনার আয়োজন করা হয়।

/কিউএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply