ভারতের সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার একজন ডাক্তার ও একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) করোনায় আক্রান্ত হয়েছেন। তারা দুইজনই এখন কোয়ারেন্টাইনে আছে। অনলাইন জি নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
৫২ বছর বয়সী ডাক্তার কর্মকর্তা সম্প্রতি রাজধানী দিল্লি থেকে ফিরেছেন। এই দুই কর্মকর্তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সবাইকে শনাক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই মধ্যে তাদের কাউকে কাউকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০২৪। এর মধ্যে ৪৮ জন বিদেশি। তবে তার মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছেন তা নিশ্চিত করে বলা হয়নি। ভারতে এ পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ জন।
Leave a reply