করোনার কারণে ঢাকা ছাড়লেন মার্কিন কূটনীতিক ও নাগরিকরা

|

করোনাভাইরাসের ভয়াবহতার আশঙ্কায় আজ ঢাকা ছেড়ে গেলেন মার্কিন কূটনীতিক, তাদের পরিবার এবং নাগরিকদের উল্লেখযোগ্য একটি অংশ।

আজ সোমবার সন্ধ্যা ৬টায় কাতার এয়ারওয়েজের একটি ভাড়া করা বিমানে মার্কিন কূটনীতিক ও নাগরিকরা ঢাকা ছেড়েছেন।

ফ্লাইটটিতে মার্কিন, বাংলাদেশি, ভিয়েতনাম এবং জাপানের নাগরিকসহ ২৬৯ জন যাত্রী ছিলো।

যেসব কূটনীতিক যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছেন তা একান্তই পরিবারের স্বার্থে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে তারা ঢাকায় ফিরে আসবে বলে জানায় মার্কিন দূতাবাস। তবে যুক্তরাষ্ট্র প্রশাসন কাউকেই ফিরতে জোর করছে না বলে জানিয়েছে তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply