করোনায় যুক্তরাষ্ট্রে প্রাণ হারাতে পারেন ১ লাখের বেশি মানুষ

|

যুক্তরাষ্ট্রে ভয়াবহ আকারে বাড়তে পাড়ে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এর আগে, ৩০ মার্চ পর্যন্ত বিধিনিষেধ ছিলো যুক্তরাষ্ট্রে। নতুন সিদ্ধান্ত অনুসারে, ৩০ এপ্রিল পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে দেশটির নাগরিকদের।

মার্কিন চিকিৎসকদের শঙ্কা, করোনার প্রকোপে দেশটিতে প্রাণ হারাতে পারে ১ লাখের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে এখন সবচেয়ে ভয়াবহ অবস্থা নিউইয়র্কে। শহরটিতে আক্রান্ত ৫৯ হাজারের বেশি; প্রাণ গেছে ৯৬৫ জনের।

করোনার বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্রে আরও এক মাস সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার হুশিয়ারি, আগামী দুই সপ্তাহে চরম অবস্থা ধারণ করতে পারে করোনাভাইরাস।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আগামী দুই সপ্তাহ আমাদের জন্য খুবই কঠিন সময় অপেক্ষা করছে। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হতে পারে। তাই সবাইকে বাড়তি সতর্ক থাকতে হবে। আমরা জানি সব ধরণের সামর্থ্য আছে আমাদের। সে অনুযায়ী প্রতিটি প্রাণ রক্ষায় দিন রাত কঠোর পরিশ্রম করছে যাচ্ছেন সেরা চিকিৎসক এবং গবেষকরা


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply