করোনা সংক্রমণের ভয়ে সকলেই যখন লকডাউনে রয়েছে তখন সব ঝুঁকি মাথায় নিয়ে রোগীদের চিকিৎসা দিতে দিনরাত লড়াই করে যাচ্ছেন ডাক্তার ও চিকিৎসাকর্মীরা। আর তাই এবার তাদের ঝুঁকিমুক্ত ও নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা করেছে ভারতের দিল্লি ও উত্তরপ্রদেশ সরকার।
দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন এক বিজ্ঞপ্তিতে জানান, দিল্লির এলএনজেপি এবং জিবি প্যান্ট হাসপাতালের চিকিৎসকদের কয়েক কিমি দূরে ‘ললিত’ নামের একটি বিলাসবহুল হোটেলে চিকিৎসকদের রাখা হবে। দিল্লি সরকার তাঁদের থাকা-খাওয়ার যাবতীয় খরচ দেবে।
এদিকে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের পৃথক করে রাখার জন্যে লখনৌতে চারটি হোটেল ভাড়া নেওয়া হয়েছে। হায়াত রিজেন্সি, ফেয়ারফিল্ড হোটেল, পিক্যাডিলি হোটেল এবং লেমন ট্রি হোটেল বুকিং করা হয় তাদের থাকার জন্য।
Leave a reply