এবার আইসোলেশনে গেলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী

|

করোনাভাইরাসে আক্রান্তে শঙ্কায় এবার আইসোলেশনে গেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টার কোভিড-১৯ পজেটিভ হওয়ায় এক সপ্তাহের জন্য তাকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী অফিসের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সিএনবিসির খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর সংসদীয় উপদেষ্টা রিভকা পালুচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার আক্রান্ত হওয়ার পর ইসরাইলি প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের মতো করোনভাইরাস পরীক্ষা করবেন।

নেতানিয়াহুর অফিস থেকে বলা হয়েছে, ভাইরাস পরীক্ষার রিপোর্ট না পাওয়া পর্যন্ত নেতানিয়াহু ও তার স্টাফদের সাময়িকভাবে আইসোলেশনে রাখা হয়েছে।

নেতানিয়াহুর ওই সহযোগী আইনসভা নেসেটের সদস্য। গত কয়েকদিন নেতানিয়াহু, নেসেট সদস্য ও অন্যান্যদের সংস্পর্শেই ছিলেন। ফলে স্বাভাবিকভাবেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার শঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply