প্রযুক্তি জায়ান্ট গুগলের ই-মেইল প্ল্যাটফরম ‘জি-মেইল’ অন্য যে কোনো ই-মেইল সেবা থেকে বেশি জনপ্রিয়। ব্যক্তিগত ও পেশাগত প্রয়োজনে জি-মেইল ব্যবহার করেন মানুষ। এক গবেষণায় দেখা গেছে, জি-মেইলে থার্ড পার্টি অ্যাপগুলো ‘টার্গেটেড বিজ্ঞাপন’ দেখাতে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করে থাকে।
থার্ড পার্টি অ্যাপের নজরদারি এড়াতে যা করবেন
* প্রথমে গুগল অ্যাকাউন্ট লগ ইন করতে হবে
* গুগল অ্যাকাউন্টের সিকিউরিটি যাচাইয়ের পেজে যেতে হবে
* সেখান থেকে সিকিউরিটি ক্লিনআপে প্রবেশ করতে হবে
* সেখান থেকে কোনো কোনো ডিভাইস থেকে জি-মেইলে লগ-ইন করা আছে এবং থার্ড পার্টি কোনো কোনো অ্যাপ জি-মেইলের তথ্য ব্যবহার করছে তার তালিকা পাওয়া যাবে *পেজের একটু নিচের দিকে গেলে ‘থার্ড পার্টি এক্সেস’ নামের একটি অপশন পাওয়া যাবে। সেখানে ক্লিক করে যেসব অ্যাপ অযাচিতভাবে তথ্য ব্যবহার করছে সেগুলো ডিলিট করে দিতে হবে
*অ্যাপের নামের ওপর ক্লিক করে ‘রিমুভ এক্সেস’ অপশনে ক্লিক করতে হবে।
Leave a reply