বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন মাদরাসা শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ম দিনের মতো চলছে এ আন্দোলন।
গত ১ জানুয়ারি থেকে তাদের এই অবস্থান কর্মসূচি শুরু হয়। ধর্মঘট সমাবেশে সভাপতিত্ব করছেন সমিতির সভাপতি কাজী রুহিল আমিন চৌধুরী। আন্দোলনকারীরা জানান, ১ হাজার ৫১৯টি ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষক ২৫০০ টাকা, সহকারী শিক্ষক ২৩০০ টাকা ভাতা পান। বাকি মাদ্রাসা শিক্ষকরা ২৯ বছর ধরে বেতন ভাতা থেকে বঞ্চিত। তাই তারা জাতীয়করণের জন্য আন্দোলন করে যাচ্ছেন।
Leave a reply