স্টাফ রিপোর্টার, নরসিংদী
নরসিংদীর রায়পুরার মরজালে করোনা আক্রান্ত সন্দেহে এক প্রবাসীর বাড়িঘরে হামলা ও ভাঙচুর করার একটি মিথ্যা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল করার ঘটনা ঘটেছে। একই ভিডিওকে অন্য আইডি থেকে রায়পুরার চরাঞ্চলের চাঁনপুরের সংঘর্ষের ঘটনা হিসেবেও ভাইরাল করা হয়। যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।
সোমবার ও মঙ্গলবার দুইদিন ধরে ‘ভালোবাসা সীমাহীন’ ও ‘নবাব জাদা’সহ একাধিক ফেসবুক পেজ থেকে এই অপপ্রচার ভাইরাল করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে জেলা পুলিশ।
করোনা পরিস্থিতিতে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার হাপানিয়া এলাকার মাজার কেন্দ্রিক পূর্বের একটি হামলার এই ভিডিওকে ভাইরাল করার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে মাঠে নেমেছে পুলিশ।
Leave a reply