করোনাভাইরাস সতর্কতায় ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার আনন্দবাগ গ্রাম পুরো লকডাউন করে দিল এর বাসিন্দারাই। জরুরি প্রয়োজন ছাড়া যেমন কেউ বের হতে পারেন না তেমনি বাইরের কেউ ঢুকতেও পারেন না।
গ্রামে প্রবেশের সময় প্রত্যেকের শরীরে ছিটানো হয় জীবাণুনাশক। গ্রামে ঢোকার মুখেই রয়েছে তল্লাশি চৌকি। সেখানে বাইরের লোক প্রবেশে বেশ কড়াকড়ি। সবার শরীরে ছিটানো হয় জীবাণুনাশক।
এভাবেই নিজেদের সুরক্ষা নিজেরাই নিশ্চিত করছেন গ্রামের মানুষ। তিনটি প্রবেশ পথেই রয়েছে পাহারার ব্যবস্থা।
অতিদরিদ্র পরিবারগুলো যেন বিপাকে না পড়ে সেজন্য তালিকা করে দেয়া হচ্ছে খাদ্য সহায়তা।
ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম বলেন, অতিদরিদ্র পরিবারগুলোর তালিকা তৈরি করে আমরা তাদের খাদ্য সহায়তা দেয়ার ব্যবস্থা করছি।
গ্রামবাসীর এই সচেতনতাকে দৃষ্টান্তমূলক বলছেন স্থানীয় মেয়র ও সংসদ সদস্য। প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস তাদের। ঝিনাইদহের আনন্দবাগ গ্রামে দুই হাজার মানুষের বসবাস।
Leave a reply