করোনা আক্রান্ত হয়েও দায়িত্ব পালনে কোন অবহেলা করেননি বার্তা সংস্থা সিএনএন’র উপস্থাপক অ্যাঙ্কর ক্রিস কুওমো।
শরীরে জ্বর নিয়েই চালিয়ে গেছেন সিএনএন-এ তার নিয়মিত প্রোগ্রাম “কুওমো প্রাইম টাইম”। তিনি বলেন, তিনি ভালোবোধ করছেন তাই তিনি তার প্রোগ্রাম চালিয়ে যাবেন।
বর্তমানে তিনি নিউইয়র্ক সিটির হাডসন ইয়ার্ডস পাড়ায় তার বাড়ির বেজমেন্টে কোয়ারেন্টাইনে আছেন। আর সেখান থেকেই তার প্রোগ্রাম লাইভ করছেন।
করোনা পজেটিভ আসার পর তিনি জানান, আমরা এর বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ আছি এবং আমরা একে পরাজিত করবো। এসময় তিনি তার বেজমেন্টে আছেন এবং এটি বাড়ি থেকে একদম পৃথক করে রাখা হয়েছে এমনকি তার কুকুরও সেখানে প্রবেশের কোন সুযোগ পায়না বলে জানিয়েছেন তিনি।
এরআগে, মঙ্গলবার তিনি জানিয়েছিলেন তার করোনা টেস্টে রেজাল্ট পজেটিভ এসেছে।
বর্তমানে করোনাভাইরাসের প্রকোপের কারণে সিএনএন’র বেশিরভাগ গণমাধ্যমকর্মী কয়েক সপ্তাহ ধরে বাড়ি থেকে কাজ করছেন। ছোট স্টুডিও এবং হোম অফিসগুলি থেকে তাদের সম্প্রচার করা হচ্ছে।
Leave a reply