ছাগলে ক্ষেত খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১

|

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ছাগলের ভুট্টাক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। এ ঘটনায় তিন নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, উপজেলার চ্যাংমারী মামুদেরপাড়ার রুস্তম আলী বুধবার সকালে জমির ভুট্টা খাওয়ায় প্রতিবেশি জাহাঙ্গীরের একটি ছাগল খোয়ারে দেয়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে রোস্তম এর বাড়িতে হামলা চালায় জাহাঙ্গীরের লোকজন। এতে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বৃদ্ধ রুস্তম আলী। এই ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মানববন্ধন করে।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস জানান, রুস্তমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। প্রধান আসামি জাহাঙ্গীরসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন নারী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply