মার্শ ভাইদের রেকর্ড শতক, অভিষেকে ক্রেনের লজ্জা

|

ইয়ান ও গ্রেগ চ্যাপেল, মার্ক ও স্টিভ ওয়াহ ভ্রাতা যুগলের পর টেস্টে একই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়লের শন এবং মিচেল মার্শ।  সিডনিতে অ্যাশেজের পঞ্চম এবং শেষ টেস্টে এই কীর্তি গড়েন মার্শ ব্রাদার্স।

চ্যাপেল ভ্রাতা যুগল ৩ বার এবং ওয়াহ ভ্রাতা যুগল ২ বার টেস্টের একই ইনিংসের ব্যক্তিগত সেঞ্চুরি করেন। চ্যাপেল এবং ওয়াহ ব্রাদার্স ১৯৭২ এবং ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত শতক করেন এবং দুই টেস্টেই জয় পায় অস্ট্রেলিয়া। আর সিডনি টেস্টেও অস্ট্রেলিয়ার আধিপাত্য ম্যাচের ফলাফলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

পঞ্চম উইকেটে ১৬৯ রানের জুটি গড়েন মার্শ ভ্রাতা। ২৯১ বলে ১৫৬ রান করে রান আউট হন শন মার্শ আর ১৪১ বলে ১০১ রান করে সাজঘরে ফেরেন ৮ বছরের ছোট মিচেল মার্শ।

দুই ভাইয়ের বিরল অর্জনের ম্যাচে ভুলে যেতে চাওয়ার মতো এক রেকর্ড গড়লেন ইংলিশ বোলার ম্যাসন ক্রেন। ৪৮ ওভারে ১৯৩ রান দেন তিনি, যা ইংলিশ অভিষিক্ত বোলারের মধ্যে সবচেয়ে বেশি রান খরচের ঘটনা এবং সম্মিলিত অভিষিক্ত খরুচে বোলারের তালিকায় তার অবস্থান পঞ্চম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply