‘বড় লোকের বিটি লো’ গানের আসল শিল্পীকে আর্থিক সাহায্য দেবেন বাদশা

|

এবার ‘বড় লোকের বিটি লো’ গানের আসল শিল্পী রতন কাহারকে আর্থিক সাহায্য করতে চান বলে জানিয়েছেন সম্প্রতি বলিউডে গানটির রিমেক করে গাওয়া র‌্যাপার বাদশা।

এক ভিডিও বার্তায় বাদশা এমনটা জানান বলে জানায় ভারতীয় গণমাধ্যম জি নিউজ বাংলা।

এদিকে বাদশা আর্থিক সাহায্য করলে তা নিতে রাজি আছেন বলে জানান গানটির আসল শিল্পী রতন কাহার।

রতন কাহার বলেন, ‘হ্যাঁ আমি অভাবী মানুষ, উনি যদি সত্যিই আমাকে আর্থিক সাহায্য করেন, তাহলে আমার সংসারটা বাঁচে। তবে বাদশা যদি আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাহলে খুব ভালো হয়।’

অন্যদিকে ভিডিওতে রতন কাহারের মেয়ের পড়ালেখার খরচও বহন করার কথা বলেন বাদশা।

সে প্রসঙ্গে রতন কাহার মেয়ে শ্রাবণী কাহার বলেন, ‘আমার বয়স ২৫। এখন আর কী পড়াশোনা করবো? উনি (বাদশা) সাহায্য করবো বলেছেন, এটা জেনে খুব ভালো লাগছে।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply