করোনা সন্দেহে একদিনে ৬৫ হাজার ৯৮৪টি ফোনকল

|

করোনাভাইরাস সন্দেহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আইইডিসিআর হটলাইনে এ পর্যন্ত ১১ লাখ ৯৪ হাজার ১১৮টি ফোনকল এসেছে। এর মধ্যে, গত চব্বিশ ঘণ্টায় এসেছে ৬৫ হাজার ৯৮৪টি কল।
১৬২৬৩, স্বাস্থ্য বাতায়ন, ৩৩৩ এবং আইইডিসিআর এর হটলাইনে এ কলগুলো আসে।

শুক্রবার(৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। ব্রিফ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।

তিনি আরো বলেন, দেশে এখন পর্যন্ত মোট ৬১টি জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। গত চব্বিশ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ জন। কোনো মৃত্যু নেই। আর আপনারা জানেন, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট ৬ জনের মৃত্যু ঘটেছে। এখন পর্যন্ত ২৬ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আমাদের পর্যবেক্ষণ বা চিকিৎসায় আছেন ২৯ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ২২ জন। আর নিজেদের বাড়িতে পূর্ণ পর্যবেক্ষণের মধ্যে আছেন ৭ জন।

এখন পর্যন্ত ৪ লাখ ২৮ হাজার ৬০টি পিপিই সংগ্রহ করেছি। এখন পর্যন্ত ৭১ হাজার কিট মজুদ রয়েছে, আপনাদের আগেই জানিয়েছি।

এসময় করোনাভাইরাস শনাক্তকরণের ল্যাবের সংখ্যা বাড়ানো হওয়ার তথ্য দেন তিনি।

দেশের ১৪টি ল্যাবে চলছে করোনা শনাক্তের কাজ

দেশে মোট ৬১ জনের করোনা শনাক্ত


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply