করোনাভাইরাস মহামারির পর বিশ্ব ফুটবলের অনেক সমীকরণ বদলে যাবে বলে মনে করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
করোনার মহামারির প্রাদুর্ভাবে বন্ধ সারা বিশ্বের ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবল। আসন্ন ফুটবল মৌসুমের সঙ্গে মানিয়ে নিতে স্বল্প প্রতিযোগিতার মাধ্যমে ফুটবল পুনর্গঠন হতে পারে বলে লা গ্যাজেত্তার সঙ্গে এক সাক্ষাৎকারে জানান ইনফান্তিনো।
একবার স্বাভাবিক অবস্থা ফিরে আসলে ফুটবল অন্যরকম হয়ে যাবে বলে মন্তব্য করেন ইনফান্তিনো।
ইনফান্তিনো জানান, এরপর ফুটবলে সবচেয়ে গুরুত্ব পাবে স্বাস্থ্য, ফুটবল প্রশাসক হিসেবে আমাদের প্রথম দায়িত্ব ফুটবলের অস্তিত্ব টিকিয়ে রাখা। দ্বিতীয়ত আবারো সামনে এগুনো।।
তিনি বলেন অসুস্থতার সঙ্গে লড়াই করাই হবে আমাদের প্রথম কাজ। করোনা ভাইরাসের নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার আহ্বান ফিফা সভাপতির।
Leave a reply