৮০% রফতানিকারক প্রতিষ্ঠান ২ শতাংশ সুদে ঋণ পাবে

|

আশি শতাংশ পণ্য রফতানিকারি প্রতিষ্ঠান, ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল থেকে ২ শতাংশ সুদে ঋণ পাবে। বৃহস্পতিবার এ প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

করোনাভাইরাস সঙ্কটে রপ্তানি খাতের জন্য প্রণোদনা তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোন প্রতিষ্ঠান ৩ মাসের বেতন ভাতা দেওয়ার সমপরিমাণ অর্থ ঋণ হিসাবে নিতে পারবে। এর গ্রেস পিরিয়ড হবে ৬ মাস। আর ঋণের পুরো অর্থ পরিশোধ করতে হবে ২ বছরের মধ্যে। কিস্তি দিতে ব্যর্থ হলে ঋণ খেলাপি হবে প্রতিষ্ঠানটি।

গেল ২৫ মার্চ জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রপ্তানিমুখী শিল্পের জন্য ৫ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা দিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply