দেশে কোয়ারেন্টাইন কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা মোকাবেলায় সরকারি হাসপাতালগুলো প্রস্তুত আছে বলেও জানান তিনি।
বিকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রোগীদের খোঁজ খবর নিতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন। এসময় তিনি পিপিই পরিধান করেন।
মন্ত্রী বলেন, করোনা রোগীদের জন্য কুর্মিটোলায় ২৭টি ভেন্টিলেটর আছে। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ করোনায় আক্রান্তের হার খুব বেশি বাড়বে না বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রতিনিয়ত টেস্ট বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে আরিচা ঘাট ও গতকাল জুমার নামাজে অনেক মানুষের উপস্থিতিকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। দেশের এই পরিস্থিতিতে যারা হাসপাতাল বন্ধ রাখছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
Leave a reply