ফিলিপাইনে লকডাউন অমান্য করায় গুলি করে হত্যা

|

লকডাউন অমান্য করায় ফিলিপাইনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে লকডাউন অমান্যকারীদের গুলি করে হত্যার নির্দেশ দেওয়ার একদিন বাদেই এ ঘটনা ঘটলো। সূত্র: ডয়েচে ভ্যালে

এর আগে, করোনার প্রাদুর্ভাব ঠেকাতে ফিলিপাইনে এক মাসের লকডাউন ঘোষণা করেছেন প্রেসিডেন্ট দুতার্তে। আইন অমান্য করলে সরাসরি গুলি করে হত্যা করতে দেশটির পুলিশ ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছিলেন বিতর্কিত কর্মকাণ্ড দিয়ে মাঝেমাঝেই আলোচনায় আসা এই প্রেসিডেন্ট।

পুলিশের দাবি, নিহত ৬৩ বছরের ওই ব্যক্তি মাস্ক না পরে রাস্তায় বেরিয়েছিলেন। তিনি মদ্যপ ছিলেন। পুলিশ তাকে আটকালে ধারালো ব্লেড জাতীয় একটা কিছু দিয়ে পুলিশের দিকে তেড়ে আসেন তিনি। তখন পুলিশ গুলি করতে বাধ্য হয়।

গত বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দুতার্তে বলেছেন, সবাইকে হুঁশিয়ার করে দিচ্ছি। সরকারের বিধিনিষেধ এখন মানুন। কারণ পরিস্থিতি এখন জটিল।

প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েই ফিলিপাইনে মাদক ব্যবসা বন্ধের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে কঠোর অবস্থানে ছিলেন রোদ্রিগো দুতার্তে। সে সময় প্রায় চার হাজার মানুষ মারা যায় পুলিশের গুলিতে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply