বাংলাদেশ যখন গত ৫০ বছরের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রার মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক তখনই রেকর্ড পরিমাণ সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে দেশটিতে। মাত্রাতিরিক্ত তাপের কারণে দাবদাহের সৃষ্টি হয়েছে।
অস্ট্রেলিয়ার আবহাওয়া বিভাগ বলছে, সিডনিতে গত ৮০ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রোববার বিশ্বের সবচেয়ে উষ্ণতম এলাকা ছিলো সিডনি।
এমন পরিস্থিতিতে মরার ওপর খাড়ার ঘা হয়ে এসেছে বিদ্যুৎ সংকট। দেশটির বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের মধ্যে দিন কাটাচ্ছে কয়েক হাজার মানুষ। ফলে এমন উচ্চ তাপমাত্রায় জীবনযাপন অসহনীয় হয়ে পড়েছে তাদের জন্য।
ঝুঁকি এড়াতে বাসিন্দাদের অতিরিক্ত পানি সঙ্গে রাখা, প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি দাবানলের শঙ্কাও করা হচ্ছে। যেকোন সময় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার প্রস্তুতি নিয়ে রাখতেও স্থানীয়দের নির্দেশনা দিয়েছে সরকার।
Leave a reply