করোনায় নতুন আক্রান্তদের মধ্যে কোন বয়সের কতজন?

|

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ক্রমেই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৪১ জন। এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৬৪। আর ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫ জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৭ জনে। এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি জানান, নতুন শনাক্ত ৪১ জনের মধ্যে ঢাকার রয়েছেন ২০ জন। ১৫ জন নারায়ণগঞ্জের, কুমিল্লার একজন, ঢাকার কেরাণীগঞ্জের একজন এবং চট্টগ্রামের একজন।

আক্রান্তদের মধ্যে ১০ বছরের নীচে আছে একজন। ১১ থেকে ২০ বছর বয়সের মধ্যে আছে চারজন, ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে আছে ১০ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে আছে ৫ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে আছে ৯ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে আছে ৭ জন এবং ৬০ বছরের ওপরে আছে ৫ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply