শরীয়তপুর প্রতিনিধি॥
করোনা সন্দেহে শরীয়তপুর সদর হাসপাতালের আইসোলেশনে থাকা এক যুবকের মৃত্যু হয়েছে। আরও এক নারী জ্বর,ঠাণ্ডা ও গলাব্যথা নিয়ে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হয়েছেন। এ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশনে দুই ব্যক্তি মারা গেছেন। শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুনির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে সুশান্ত কর্মকার নামের ওই যুবক ভর্তি হয়েছিলেন। ওই যুবকের নমুনাও পাঠানো হয় আইইডিসিআরে। বুধবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে পৌনে ৪টার দিকে সে মারা যায়। মৃত ওই ব্যক্তির বাড়ি নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে।
এছাড়া ৩১মার্চ নড়িয়া উপজেলার বেপারীপাড়া এলাকার ৩৫ বছর বয়সী এক ব্যক্তি সদর হাসপাতালের আইসোলেশনে থাকা অবস্থায় ওই দিন রাত সাড়ে ৯ টায় মারা যান। এ নিয়ে আইসোলেশনে থাকা অবস্থায় দুই ব্যক্তি মারা গেলেন।
এদিকে বুধবার সদর উপজেলার বিলাসখান গ্রামের অজুফা বেগম (৬৫) জ্বর, ঠাণ্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে জরুরী বিভাগে আসেন। করোনাভাইরাসের সব ধরনের উপসর্গ থাকায় তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত ৩০ জনের নমুনা আইইডিসিআর এ পাঠানো হয়েছে। এর মধ্যে ১৭ জনের নমুনার ফলাফলে স্বাস্থ্য বিভাগের কাছে এসেছে। কারো মধ্যে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।
Leave a reply