ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি জেলার মুক্তাগাছা উপজেলায় এপিবিএন এ কর্মরত এক পুলিশ কনস্টেবল। তিনি শহরের সূর্যকান্ত হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন এ বি এম মশিউর আলম জানান, ওই ব্যক্তি মুক্তাগাছা উপজেলায় আর্মড পুলিশের সদস্য হিসেবে কর্মরত। তিনি অসুস্থ হয়ে সূর্যকান্ত হাসপাতালে আসেন। লক্ষণ দেখে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। পরে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পাঠানো হয়। সেখানে পরীক্ষা করে পুলিশ সদস্যের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তার আরও কয়েকজন সহকর্মীর নমুনা পরীক্ষা করা হবে বলে জানান তিনি।
এদিকে ওই পুলিশ সদস্যের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। মুক্তাগাছা আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের একটি ভবনে ২৫ পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
Leave a reply