করোনায় মৃতের সংখ্যা ৮৮ হাজার ছাড়ালো

|

গেল ২৪ ঘণ্টায় আরও ছয় হাজার ৪শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। মহামারিতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা এখন ৮৮ হাজার চারশ। মোট আক্রান্ত ১৫ লাখ ১১ হাজারের বেশি মানুষ।

শুধু বুধবারই সংক্রমিত হয়েছেন ৮০ হাজারের বেশি। এদিন সবচেয়ে বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মারা গেছেন ১৯শ’ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৮শ’তে। সংক্রমণের শিকার প্রায় সাড়ে চার লাখ।

নতুন করে ৯৩৮ জনের প্রাণহানির পর যুক্তরাজ্যে মৃতের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। ইতালি, স্পেন, ফ্রান্স, জার্মানিতে নতুন করে মারা গেছেন আরও ২২শ’ মানুষ।

ছোঁয়াচে ভাইরাসটিতে পুরো ইউরোপে এ পর্যন্ত মারা গেছেন ৬২ হাজারের বেশি মানুষ। পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকায় লকডাউনের সময় বাড়াচ্ছে ফ্রান্সসহ প্রায় সব দেশ।

এদিকে, মহামারি ঠেকাতে ব্যর্থতার দায়ভার নিয়ে মুখোমুখি যুক্তরাষ্ট্র ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply